দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে শিশুদের হাসপাতালে ভর্তি বাড়ছে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২২ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে শিশুদের হাসপাতালে ভর্তি বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের একটি অংশ কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
দিল্লির লোক নায়ক হাসপাতালের চিকিৎসা বিভাগের পরিচালক ড. সুরেশ কুমার বলেন, গত তিন সপ্তাহে সরকারি হাসপাতালটিতে অন্তত ২৭টি শিশু কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ১৩টি শিশু এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘চিকিৎসাধীন শিশুদের মধ্যে তিন শিশুকে কৃত্তিমভাবে অক্সিজেন দেয়া হচ্ছে। তারা নানা জটিলতায় ভূগছে।’ দিল্লির রেইবো হাসপাতালের ভাইস-প্রেসিডেন্ট দিনেশ ভাশিস্ত বলেন, দিল্লিতে বিভিন্ন হাসপাতালে শিশুদের ভর্তি বেড়েছে। তারা ওষুধ গ্রহণ করছে না; যে কারণে তারা নানা জটিলতায় ভূগছে।
শিশুদের মধ্যে কোভিডের যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তারমধ্যে রয়েছে উচ্চ জ্বর, বমি, মুখ দিয়ে খাবার গ্রহণ না করা।