আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দীর্ঘদিন পর সাবা তানি

দীর্ঘদিন পর সাবা তানি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


inner-Poঅনলাইন বিনোদন ডেস্ক: আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপসংগীত শিল্পী সাবা তানি অনেকদিন পর টিভি অনুষ্ঠানে অংশ নিলেন। ঈদ উপলক্ষে নির্মিত গান ও আড্ডা-আয়োজন ‘পপ রিদম’-এ দেখা যাবে তাকে।

অনুষ্ঠানে দেশীয় পপ ও ব্যান্ডসংগীতে নারীকণ্ঠ সংযোজনের গল্প, তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, পরিকল্পনা, সুবিধা-অসুবিধা ইত্যাদি নিয়ে কথা বলেছেন সাবা তানি। এ ছাড়া গান গেয়ে শোনাবেন তিনি।

সাবা তানির পাশাপাশি এ অনুষ্ঠানে থাকছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় পপশিল্পী মেহরীন, আলিফ আলাউদ্দিন ও রমা। আড্ডার পাশাপাশি তারা প্রত্যেকেই গেয়েছেন নিজের জনপ্রিয় দুটি করে গান। উপস্থাপনা করেছেন আরেক গায়িকা দিনাত জাহান মুন্নী। প্রযোজনায় খায়রুল বাবুই। এটি প্রচার হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠামালায়।

সবশেষ দুই বছর আগে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন সাবা তানি। তারও আগে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।