আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দুই বছর পর ‘তোকে চাই’ নিয়ে হাজির বেলি আফরোজ

দুই বছর পর ‘তোকে চাই’ নিয়ে হাজির বেলি আফরোজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২২ , ৩:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : দুই বছর পর নতুন গান নিয়ে হাজির কন্ঠশিল্পী বেলি আফরোজ। তবে নিজেকে গোছানো এবং করোনা পরিস্থিতির জন্যই একটু সময় নিয়েছিলেন তিনি। অবশেষে তার ‘ বেলি আফরোজ অফিসিয়াল ইউটিউব’ চ্যানেলে রিলিজ হয়েছে তার নতুন গান ‘তোকে চাই’ গানটির কথা- সুর এবং মিউজিক করেছেন রবিন ইসলাম । শুধু তাই নয়; গানটির ভিডিও পরিচালনাও করেছেন রবিন। এমনটাই জানালেন বেলী। বললেন, আসলে দেশের পরিস্থিতির জন্য নতুন গান থেকে একটু বিরত ছিলাম। এখন সবকিছুই স্বাভাবিক। তাই আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছি। গানটি আসলে একটু রক ঘরনার। যেমনটি আমার শ্রোতারা আমার কাছ থেকে সবসময় চায়। গানের কথা সুর এবং মিউজিক ও চমৎকার। আশা করছি সবার ভালো লাগবে। আমি এখন আমার ইউটিউব চ্যানেল টাকেই সময় দিবো। নতুন নতুন গান নিয়ে সামনেও হাজির হবো আমার চ্যানেল থেকে।