আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দুই বছর পর ভ্রমণকারীদের জন্য খুললো অস্ট্রেলিয়া সীমান্ত

দুই বছর পর ভ্রমণকারীদের জন্য খুললো অস্ট্রেলিয়া সীমান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   দুই বছর পর সোমবার আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। ২০২০ সালের মার্চ মাসে কোভিড মহামারির জেরে সীমান্ত বন্ধ করে দিয়েছিল তারা। বিবিসির খবরে বলা হয়, গত বছরের শেষ দিকে ভ্রমণকারীদের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশের পথ কিছুটা সুগম হতে থাকে। তবে অধিকাংশ বিদেশিদেরই সীমান্ত পুরোপুরি খুলে দেয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সীমান্ত খুলে দেয়াকে কেন্দ্র করে সোমবার সিডনি বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার মানুষ। তারা অন্য দেশ থেকে আসা স্বজনদের স্বাগত জানান। এ সময় অশ্রুসিক্ত পুনর্মিলন দেখা গেছে।

এমনই একজন ছোট্ট শেরলট। বিমানবন্দরে সে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরে তার দাদুকে। স্থানীয় নাইন নেটওয়ার্ককে সে বলে, ‘আমি তাকে (দাদু) অনেক মিস করেছি এবং দীর্ঘদিন ধরেই আমি তার অপেক্ষায় ছিলাম।

সীমান্ত খুললেও কিছু নিয়মতো মানতেই হবে ভ্রমণকারীদের। আন্তর্জাতিক ভ্রমণকারীদের অবশ্যই করোনার দুটি টিকা নেয়া হতে হবে। এক্ষেত্রে তাদের কুয়ারিন্টিনে থাকতে হবে না। তবে যারা এখনো করোনার টিকা নেননি, তাদেরকে অবশ্যই হোটেলে নিজ খরচে ১৪ দিনের কুয়ারিন্টিনে থাকতে হবে।