আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দুবাই থেকে ফিরল আরও ১৫৩ বাংলাদেশি

দুবাই থেকে ফিরল আরও ১৫৩ বাংলাদেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২০ , ৬:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনা কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। জানা গেছে, দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

করোনা প্রাদুর্ভাবের কারনে গত প্রায় ৪ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। দুবাই থেকে এনিয়ে তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।