আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২২ , ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ইনিংস উদ্বোধন করতে নেমে দুর্দান্ত শতক হাঁকালেন লিটন দাস। ডানহাতি এই ওপেনারের এটি ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ও আফগানদের বিপক্ষে প্রথম সেঞ্চুরি তুলে নিতে লিটন খেলেছেন ১০৭ বল। বাউন্ডারি হাঁকিয়েছেন ১৪টি। অন্য প্রান্তে ফিফটি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারের দিকে ছুটছেন মুশফিকও। এই দুজনের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬ রান।