আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দেবিদ্বারের ২ ইউপিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

দেবিদ্বারের ২ ইউপিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


cumillaদেবিদ্বার (কুমিল্লা): ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৩টি ইউনিয়নের ২টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ নং গুনাইঘর (উত্তর) ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. খোরশেদ আলম (নৌকা) ৮ হাজার ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জহিরুল ইসলাম পেয়েছেন ৮৫৫ ভোট।

১০ নং গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. আবদুল হাকিম খাঁন (আনারস) ৪ হাজার ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. হুমায়ন কবির (নৌকা) ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন।

বরকামতা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) ১৫ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোজাম্মেল হক (ধানের শীষ ) পেয়েছেন ৭১৬ ভোট।