আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দেব আনন্দের ‘গাইড’ চরিত্রে শাহরুখ

দেব আনন্দের ‘গাইড’ চরিত্রে শাহরুখ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


srk-devঅনলাইন বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান ও পরিচালক ইমতিয়াজ আলি প্রথমবারের মতো হাত মিলিয়েছেন। ফলে ছবিটি নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, শাহরুখের চরিত্র সাজানো হয়েছে ‘গাইড’-এ (১৯৬৫) দেব আনন্দ অভিনীত কালজয়ী চরিত্রে অনুপ্রাণিত হয়ে।

সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ছবিটিতে ট্যুরিস্ট গাইড চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। বিজয় আনন্দ পরিচালিত ‘গাইড’ ছবিতে দেব আনন্দের চরিত্রে যেমন অনেক নাটকীয়তা ও মোচড় ছিলো, বলিউড বাদশার চরিত্রটিও তেমনই। নৈতিকতার আবির্ভাবে তার ও আশপাশের মানুষদের জীবন বদলে যায়।

এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে ট্র্যাজেডি কিং দিলীপ কুমার অভিনীত চরিত্রে অভিনয় করেন শাহরুখ। এ ছাড়া অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির কেন্দ্রীয় চরিত্রটি তিনি রূপদান করেন ‘ডন’ সিরিজের ছবিতে।