আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দেশের বাইরেও যাচ্ছে নরসিংদীর লটকন

দেশের বাইরেও যাচ্ছে নরসিংদীর লটকন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


lotkonকাগজ অনলাইন প্রতিবেদক: নরসিংদীর লটকন ফল এখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এতেই চাষিদের ভাগ্য বদলে দিয়েছে এই ফল। তাই এ জেলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে লটকন চাষ। এখানে প্রতি বছরই বাড়ছে বাগানের সংখ্যা।

বর্তমানে নরসিংদীর থেকে প্রতিদিন শত শত মণ লটকন ঢাকাসহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রপ্তানি হচ্ছে বিদেশে।

নরসিংদী জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টক-মিষ্টিতে ভরপুর এই ফলটির স্থানীয় নাম বুগি। জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার ক্যালসিয়াম ও খনিজ উপাদান সমৃদ্ধ লাল রঙের উঁচু মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী। বিগত বছর জেলার ৫৮১ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৬২৫ হেক্টরে। বাণিজ্যিক চাষাবাদের আওতার বাইরেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে লটকন গাছ রয়েছে, যা কৃষি বিভাগের হিসাবের অন্তর্ভুক্ত নয়।