আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রিয়াদ

দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রিয়াদ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ রানের মালিক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২৩ রান করার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে টপকে তিনি শীর্ষে উঠে এলেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালকে টপকে দ্বিতীয়স্থানে উঠেছিলেন রিয়াদ। এবার শীর্ষস্থান দখল করলেন। বর্তমানে তার সংগ্রহ ১০২ ম্যাচে ১৭৭১ রান। অবশ্য ব্যাট করতে পেরেছেন ৯৪ ইনিংসে। ১১৮.৬৯ স্ট্রাইকরেট ও ৫ অর্ধশতকে তার ব্যাটিং গড় ২৪.২৬।
দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৭৬৩ রান।৯ অর্ধশতকে তার ব্যাটিং গড়.২২.৮৯। ৭৪ ম্যাচে ২৪.৬৫ গড়ে তামিমের সংগ্রহ ১৭০১ রান এবং স্ট্রাইকরেট ১১৭.৪৭। টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরির মালিক তামিম। রয়েছে সাতটি অর্ধশতকও।