আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দেশে করোনার প্রকোপ কমে আসছে

দেশে করোনার প্রকোপ কমে আসছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : দেশে করোনার প্রকোপ কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এক সংবাদ সম্মেলন করেন। সেখানে নমুনা কমার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসিমা সুলতানা এসব কথা বলেন। তিনি বলেন, ‘নমুনা কমেছে। তবে আজ কয়েক দিনের চেয়ে বেশি। কেস এখন কমতির দিকে। যাদের দরকার, তারাই টেস্ট করছে। কেস কমার কারণে মানুষের আগ্রহও কম। ঘনবসতিপূর্ণ এলাকায় কেস কম এবং নাই বললেই চলে। কাজেই কেস ওইভাবে যে পিকে আছে আমরা তা বলতে পারি না। আইইডিসিআরের সার্ভেতেও আসছে যে কেস এখন পিকে নেই। এখন কমতির দিকে।’

এদিকে, সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, কাজের ক্ষেত্রে আগে করোনা মহামারি নিয়ন্ত্রণকে প্রাধান্য দেবেন, এরপর স্বাস্থ্য খাতের দুর্নীতি দমন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য খাত ঘিরে অনেক দুর্নীতির অভিযোগ, পাশাপাশি করোনাভাইরাস মহামারীও চলছে। কোনটা আগে নিয়ন্ত্রণে প্রাধান্য পাবে- জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘মহামারীই প্রাধান্য পাবে এখন। আগে তো বাঁচি। মহামারী সামাল দিয়ে আগে বাঁচার ব্যবস্থা করতে হবে।’

ভিআইপিসহ বিশেষ ব্যক্তিবর্গ চিকিৎসা করতে হলে দেশের বাইরে চলে যান। মহাপরিচালক এ অবস্থার কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ব্যক্তিগত ইচ্ছারও একটা ব্যাপার আছে। আমি আমার দেশকে কতটুকু ভালোবাসি। আমি একজন সার্জন। কিন্তু আমি আমার পিত্তথলীর অপারেশন বিদেশে করাইনি। মফস্বলে আমার বন্ধুরা যেখানে আছে সেখানে গিয়েছি। এটা মানুষের আস্থার, বিশ্বাসের ব্যাপার। এখানে যারা ভিআইপি তাদের মানসিকতার পরিবর্তন তো স্বাস্থ্য বিভাগ করতে পারবে না। এটা আপনার দেশকে আপনার ভালোবাসতে হবে।’

স্বাস্থ্য খাতের আস্থা ফেরানোর জন্য যা যা করণীয় তাই করা হবে জানিয়ে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক সানিয়া তহমিনা।

 

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
messenger sharing button
sharethis sharing button