খুচরা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২২ , ১:৫৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : ভোজ্যতেলের ক্ষেত্রে শুধুমাত্র খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় নিত্যপণ্যের ভ্যাট কমাতে বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দেয়া হয়েছে।
আজ সোমবার (১৪ই মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমদানি করা যেকোন নিত্যপণ্যের ক্ষেত্রেও যথাসম্ভব কম শুল্ক নিতে নির্দেশ দেয়া হয়েছে।