দেড় মাসের ছুটির ফাঁদে ইবি, হল ত্যাগের নির্দেশ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল আবাসিক হলের শিক্ষার্থীদের শুক্রবার (৩ জুন) সকাল ৯টার মধ্যে সকল আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাই হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।
গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪৭ দিন ছুটি উপলক্ষে এ নির্দেশ দেওয়া হয়েছে। পয়লা জুন থেকে ১১ জুন গ্রীষ্মকালীন ছুটি। ১২ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকবে। আগামী ১৮ জুলাই থেকে যথারীতি ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক যাবতীয় কার্যক্রম চলবে।