দ্বিতীয় দিন সারাদেশে গ্রেফতার ৪৮ জঙ্গি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সারাদেশে সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ২ হাজার ১৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি ছাড়া বাকিদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন আদালতের পরোয়ানাভুক্ত এবং ৫৮৮ নিয়মিত মামলার আসামি। এই ৫৮৮ জনের মধ্যে ৩৯১ জন মাদক মামলার ও ৪১ জন অস্ত্র মামলার আসামি।
রোববার (১২ জুন) দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য জানান।
এর আগে প্রথম দিন সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় তিন হাজার ১৫৫ জনকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭ জন এবং অন্যান্য আরও ৩ জঙ্গি।