আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দ্রুত তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

দ্রুত তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২১ , ৩:৪০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : লের  বিপদে নিজেকে মেলে ধরতে পারলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তবে  এক প্রান্ত আগলে রেখে লড়ছিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত তিনিও ফিরে গেলেন। যে কারণে ফের বিপদে পড়েছে টিম টাইগার্স।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৩ ওভারে ৬ উইকেটে ৮৮ রান। উইকেটে রয়েছেন নুরুল হাসান ৩ রানে ।

বোলারকে ক্যাচ অনুশীলন করালেন মেহেদী

১৬তম ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে লং অফে মারতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু ব্যাটে-বলে হয়নি। উল্টো বোলার নওয়াজের হাতে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরেছেন তিনি। ১৭ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে আরও বিপদে পড়েছে বাংলাদেশ।

অলস শটে আউট নাজমুল

শাদাব খানের করা পায়ের ওপরে করা বল লেগ সাইডে ঠেলতে চেয়েছিলেন নাজমুল। কিন্তু অলস শটই হলো। বল গেল বোলারের দিকে, ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচে নাজমুলকে ফেরালেন শাদাব। ফেরার তার ব্যাট থেকে আসে ৩৪ বরে ৫ চারে ৪০ রান।

বাজে শটে মাহমুদউল্লাহর বিদায়

হারিস রউফের বল থার্ডম্যানে ঠেলে দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছিলেন শট খেলতে গিয়ে। বল তার ব্যাটে লেগে গেল উইকেটকিপারের হাতে। ১৫ বলে ১২ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

রিভিউ নিয়ে বাঁচলেন মাহমুদউল্লাহ 

ক্রিজে এসেই শাদাব খানের বলে পরাস্থ হন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে সঙ্গে পাকিস্তানি বোলার-ফিল্ডাররা আবেদন করেন। আম্পায়ার দেন সাড়া। তবে রিভিউ নেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত তিনি বেঁচে যান।

দারুণ খেলে ফিরলেন আফিফ

শাদাবের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে চোখ সরিয়ে নেন বল থেকে। একটু ধীরে আসা বলটা আফিফের ব্যাটের ওপরের দিকের কানায় লেগে ওপরে উঠে যায়। উইকেটকিপার রিজওয়ান নেন সহজ ক্যাচ। ফেরার আগে আফিফ করেন ২১ বলে ১ চার ১ ছক্কায় ২০ রান।

পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান

টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে যতটা বেশি রান তুলতে চেষ্টা করেন ব্যাটাররা। কিন্তু শনিবারও ব্যর্থ হয়েছে টাইগাররা। যে কারণে মাত্র ৩৬ রান তুলে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এজন্য হারাতে হয়েছে ২ উইকেট।

বাজে শটে উইকেট বিলিয়ে দিলেন নাঈম

মোহাম্মদ ওয়াসিমের অফ স্ট্যাম্পের বাইরের বল অহেতুক শট খেলতে গেলেন নাঈম শেখ। খেসারতটা এ ব্যাটার দিয়েছেন সঙ্গে সঙ্গে। ব্যাটের কোনায় বল লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ান ফখর জামানের হাতে। এ ফিল্ডার ক্যাচ নিতে ভুল করেননি। ফেরার আগে নাঈম করেন ২ রান।

শুন্য রানে শুরুতেই বিদায় সাইফের

আগের ম্যাচের মতই শুরুতেই ফিরে গেলেন সাইফ হাসান। শনিবার শহিন আফ্রিদির ফুল লেংথ বল পিচ করে ভেতরে ঢোকে আরেকটু। বলের কাছাকাছিও ছিল না সাইফের ব্যাট। বল লাগে প্যাডে। জোরালো আবেদন সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। তবে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।