আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দ. আমেরিকা-ভারতে সংক্রমণ বাড়ছে

দ. আমেরিকা-ভারতে সংক্রমণ বাড়ছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৩:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ইউরোপে করোনার প্রকোপ কিছুটা সহনীয় মাত্রায় নেমে এলেও এখন দক্ষিণ আমেরিকার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় করোনার সংক্রমণ বাড়ছে। ভারতে একদিনে প্রায় সাড়ে ৮ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত বিবেচনায় দেশটি এখন বিশ্বের নবম অবস্থানে রয়েছে। সেখানে ইতোমধ্যেই মারা গেছেন ৫ হাজার ১৮৫ জন। অন্যদিকে লাতিন আমেরিকার সংক্রমণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে করোনাকে ‘তুচ্ছ জ্ঞান’ করা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর দেশ ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে, মারা গেছেন প্রায় ২৯ হাজার মানুষ। এছাড়া চিলি ও মেক্সিকোর মতো দেশগুলোও হিমসিম খাচ্ছে করোনা সংক্রমণ সামাল দিতে গিয়ে। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, গতকাল পর্যন্ত বিশে^ মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬১ লাখ ৮০ হাজার এবং মৃতের সংখ্যা ছিল ৩ লাখ ৭২ হাজার। আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৭ হাজার এবং মৃতের সংখ্যা ১ লাখ ৬ হাজার। রাশিয়াতে আক্রান্ত ৪ লাখ ৫ হাজার এবং সেখানে মারা গেছেন ৪ হাজার ৬৯৩ জন মানুষ। কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর বিশ^ব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লাখ ৪৮ হাজার মানুষ। এছাড়া আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে স্পেনে ২ লাখ ৮৭ হাজার আক্রান্তে মারা গেছেন ২৭ হাজার ১২৫ জন, ব্রিটেনে ২ লাখ ৭৩ হাজার আক্রান্তে মারা গেছেন ৩৮ হাজার ৩৭৬ জন, ইতালিতে ২ লাখ ৩৩ হাজার আক্রান্তে মারা গেছেন ৩৩ হাজার ৩৪০ জন এবং ফ্রান্সে ১ লাখ ৮৯ হাজার আক্রান্তে মারা গেছেন ২৮ হাজার ৭৭১ জন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাস পরীক্ষার সংখ্যা অপ্রতুল। এছাড়া হাসপাতালের বাইরের অনেক মৃত্যুর ঘটনাও হিসাবের মধ্যে আনা হয়নি। ফলে করোনা ভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো অনেক বেশি হবে বলে ধারণা করছেন তারা। গত ১০ জানুয়ারি চীনের উহানে ৪১ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় দেশটির সরকার। বিশ্বজুড়ে সংখ্যাটি ১০ লাখে পৌঁছায় ১ এপ্রিল। এরপর থেকে প্রতি দুই সপ্তাহে ১০ লাখ করে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে থাকলেও বিশে^র অনেক দেশই লকডাউন তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল খুলে দিতে শুরু করেছে। যদিও তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে বারবার সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে ভারতে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে শুধু গত শুক্রবারই রেকর্ড ১১ হাজার রোগী সুস্থতার ছাড়পত্র পান। দেশটিতে গত তিন দিন ধরে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় দুই মাস লকডাউনে থাকার পর গতকাল রোববার তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার এক ঘোষণায় লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে এ দফার লকডাউন শুধু আক্রান্ত এলাকাগুলোতেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন একটি গাইডলাইনে সোমবার থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে, যাকে আনলক-১ বলে অভিহিত করা হচ্ছে। এদিন থেকে রাজ্যগুলোর মধ্যে লোক ও মালামাল চলাচল শুরু হবে। রাতে আগের মতো কার্ফ্যু বলবৎ থাকলেও সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টার বদলে সময় কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।