আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ধর্ষণের অভিযোগে ‘নাগিন থ্রি’র অভিনেতা গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে ‘নাগিন থ্রি’র অভিনেতা গ্রেপ্তার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২১ , ১:০৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ‘নাগিন থ্রি’ ধারাবাহিকের অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে আরও পাঁচজনকে মহারাষ্ট্রের ভাসাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৪ জুন) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি। ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’ এক টুইটে জানায়, ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারায় ও প্রোটেকশন অব চিল্ড্রেন ফর্ম সেক্সুয়াল ওফেন্স (পসকো) আইনে তাদের নামে মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা পুলিশ হেফাজতে আছে বলে দেশটির সংবাদমাধ্যমকে জানান মুম্বাই পুলিশের ডিসিপি সঞ্জয় পাতিল। এদিকে, ২০১৩ সালে ছোটপর্দায় পা রাখেন পার্ল ভি পুরির। তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন ‘নাগিন থ্রি’ ধারাবাহিকে অভিনয় করে। তুমুল জনপ্রিয় এ ধারাবাহিকটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

এছাড়া ‘নাগার্জুনা এক যোদ্ধা’, ‘বেপনহা পেয়ার’, ‘ব্রহ্মরাক্ষস টু’ ধারাবাহিকেও দেখা গেছে পার্ল ভি পুরিকে। তুলসি কুমারের ‘তেরে আঁখো ম্যায়’ গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন তিনি।