ধান কাটার নামে ঢাকায় ঢুকছেন শত শত শ্রমিক
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২০ , ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের মাত্র একশ’ গজ দূর থেকে লকডাউন ভেঙে রাতের আধারে বাসভর্তি যাত্রী আসছেন ঢাকায়। পরিবহন শ্রমিকদের দাবি, থানা ও কৃষি বিভাগের অনুমতি নিয়েই বাসযোগে ধানকাটা শ্রমিকদের পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে কিছুই জানা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সারাদিন নিস্তব্ধ বাস টার্মিনালে সন্ধ্যার পর হঠাৎ হইচই। আলমদিনা পরিবহনের বাসকে ঘিরে যাত্রীদের ভিড়। ভেতরে গাদাগাদি করে বসে আছে নানা বয়সী নারী-পুরুষ। আড়াইশ’ টাকার জায়গায় গাইবান্ধা থেকে ঢাকার ভাড়া নেয়া হচ্ছে এগারোশ’ টাকা। কোথায় যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে খেই হারিয়ে ফেলেন যাত্রীদের অনেকে। সুপারভাইজারের দাবি, পুলিশ ও কৃষি বিভাগের অনুমতি নিয়েই ধানকাটা শ্রমিক হিসেবে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। সুপারভাইজার সমিতি আশরাফুল সভাপতি আলম দুলাল বলেন, থানা ও কৃষি অফিসারের অনুমতি আছে। তবে কৃষি বিভাগ বলছে, ধানকাটা শ্রমিক পাঠানোর ব্যাপারে কিছুই জানে না তারা। আর জেলা পুলিশের প্রধান বলছেন, পরিচয় গোপন করে যাত্রী পরিবহনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ- পরিচালক মাসুদুর রহমান বলেন, কিভাবে বা কারা পাঠাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। এটার কিন্তু অন্যকোনো উদ্দেশ্য থাকতে পারে। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অনেকেই এভাবে ঢাকা যেতে চেয়েছে সেক্ষেত্রে বাস আটকিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।