আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ধামরাইয়ে সন্দেহভাজন ২ জেএমবি সদস্য আটক

ধামরাইয়ে সন্দেহভাজন ২ জেএমবি সদস্য আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


arres - Copy - Copyধামরাই: ঢাকার অদূর ধামরাইয়ে সাড়াঁশি অভিযান চালিয়ে শরিফবাগ ও কালামপুর এলাকা থেকে সন্দেহভাজন জেএমবি’র ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) দিনগত গভীর রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ওসি রেজাউল হক দিপু  জানান, সারাদেশের মতো পুলিশের সাড়াঁশি অভিযানে উপজেলার শরিফবাগ গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল ছালাম (৩৫) ও কালামপুর গ্রামের আওলাদ হোসেনকে (৪৫) আটক করা হয়েছে। তারা জেএমবি’র সন্দেহভাজন সদস্য।