আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ধুমধাম করে বিয়ে, টেস্ট না করেই শুটিংয়ে ফিরছেন মিম

ধুমধাম করে বিয়ে, টেস্ট না করেই শুটিংয়ে ফিরছেন মিম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২২ , ৩:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  চলতি বছর ৪ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বর ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দার। বিয়ের পর গত ১১ জানুয়ারি মিমের হানিমুনে যাওয়ার কথা ছিল মালদ্বীপে। কিন্তু মিমপতি ও তার বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ আরও কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় সব আয়োজনই ভেস্তে গেছে তার। সৌভাগ্যবশত সেসময় মিমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

নতুন করে পরিবারের সদস্যদের কারও নেগেটিভ ফল না আসলেও এবার কাজে ফিরতে হচ্ছে মিমকে। কারণ আগামীকাল সোমবার একটি দেশীয় কোম্পানির শুটিং আছে তার। যা পরিচালনা করছেন ‘মৃধা ভার্সেস মৃধা’খ্যাত নির্মাতা রনি ভৌমিক। বিষয়টি নিয়ে মিম বলেন, ‘আমার আসলে তেমন কোনো উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে। তাদের কোনো লক্ষণ আর নেই।’

মিম আরও বলেন, ‘আমি তো সুস্থই আছি। টেস্ট করানোর কী দরকার! ইভেন, আমি যে শুটিংয়ে যাচ্ছি, সেখান থেকেও আমার হতে পরে, তাই না? শুটিং আছে, শো আছে- তাহলে তো আমার দু’দিন পর পরই করাতে হবে।’

বর সনি পোদ্দারের সঙ্গে মিম

এদিকে, পরিবারের সদস্যরাও (বাবা ও স্বামী) করোনায় আক্রান্ত এবং তাদের এখনও নেগেটিভ রেজাল্ট আসেনি, তাহলে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে মিম বলেন, ‘তারা তো সুস্থই আছেন। আর আমিও সুস্থ। সনি কুমিল্লায় গেছে। সে ওখান থেকে “হয়তো” করে ফেলেছে।’

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিয়ের আগে মিমের গায়ে হলুদসহ আরও দুটি অনুষ্ঠান হয়। এতে বেশ কিছু তারকা অংশে নেন। জানা যায়, মিমের বিয়েতে অংশ নেওয়া অনেক তারকাই ভাইরাসটির শিকার। এরমধ্যে আছেন- আব্দুন নুন সজল, ফারিয়া শাহরিন, মডেল মিলা ও নির্মাতা বান্নাহসহ অনেকে। তারা সবাই বর্তমানে আইসোলশনে আছেন।