ধোনিকে দেখে আমি চমকে গিয়েছিলাম : মানদ্বীপ সিং
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : সাফল্যের উচ্চশিখরে আরোহন করেও পা মাটিতে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে অনেকের মুখেই এ কথা শোনা গেছে। জৌলুস ও খ্যাতির মধ্যেও নিজেকে বদলাননি তিনি। এবার সেই কথা স্মরণ করিয়ে দিলেন ভারতের উদীয়মান অলরাউন্ডার মানদ্বীপ সিং। আইপিএলে পরিচিত মুখ এ তরুণ ক্রিকেটার। তিনি বলেন, প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে তিনবার বিমান বদলে এবং সড়কপথে দুই ঘণ্টা ড্রাইভ করে তার বিয়েতে যোগ দেন ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মানদ্বীপ বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে আমার বিয়ে হয়। আমি ধোনি ভাইকে আমন্ত্রণ জানাই। ক্যাপ্টেন কুল জানান, একটা কাজে নিউইয়র্কে যাবেন। তাই অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দেননি উনি। কিন্তু আচমকা আমার বিয়েতে এসে সারপ্রাইজ দেন মাহি। তিনি বলেন, আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। অত ব্যস্ততার মধ্যেও তার মতো মানুষ আমাকে সময় দেন। এটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় অলরাউন্ডার বলেন, রাঁচি থেকে দিল্লি হয়ে অমৃতসরে আসেন মাহি ভাই। পথে তিনবার বিমান বদলাতে হয় তাকে। এর পর ওই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠাণ্ডায় দুই ঘণ্টা ড্রাইভ করেন। তার সঙ্গে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছি আমি। তাতেই সতীর্থের মুখরক্ষা করতে এত পরিশ্রম বিশ্বকাপজয়ী অধিনায়কের। এটিই ওর মাহাত্ম্য।মানদ্বীপ যোগ করেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না– ঠিক কতটা আনন্দিত হই। আমার স্বপ্ন পূরণ হয়। ধোনি ভাই একদম মাটির মানুষ। আমরা একসঙ্গে পিএস (প্লে-স্টেশন) খেলতাম। কোনো দিন তার আচরণে বোঝা যায়নি, উনি কত বড় মাপের ক্রিকেটার। আমার সঙ্গে খেতেন। বিরিয়ানির মতো দেশি খাবার অর্ডার করতেন। হোটেলের মেঝেতে বসে খেতাম।