আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নওগাঁয় কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল ছাত্রদল

নওগাঁয় কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল ছাত্রদল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৭:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া এক কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রদলের ২৫ সদস্য। শধু তাই নয়, ধান মাড়াই করে ওই কৃষকের গোলায় তুলে দিয়েছেন তারা। ওই কৃষকের নাম রশিদুল ইসলাম। তিনি সদর উপজেলা মশরপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মশরপুর এলাকার সোনালি অটোর পাশে রশিদুলের ১২ কাঠা জমির ধানকাটা-মাড়াই করে দেন ছাত্রদলের সদস্যরা। নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কিন্তু প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা ছাত্রদল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।