আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নওগাঁয় সা‍ঁড়াশি অভিযানে দুই জেএমবি সদস্য আটক

নওগাঁয় সা‍ঁড়াশি অভিযানে দুই জেএমবি সদস্য আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


arresনওগাঁ: নওগাঁর আত্রাই ও রানীনগর এলাকা থেকে আবুল হোসেন (৪৫) ও কাদের খাজা (৪৫) নামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে প‍ুলিশ।

সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সারা দেশে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আত্রাই ও রানীনগর এল‍াকায় পরিচালিত অভিযানে এ দুজনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে দু‘টি ককটেল ও বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতরা জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও ‘বাংলা ভাই’র ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে আটককৃত জেএমবি সদস্য আবুল হোসেন ও কাদের খাজা পলাতক ছিলেন বলেও জানান এসপি।