নওগাঁয় সাঁড়াশি অভিযানে দুই জেএমবি সদস্য আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
নওগাঁ: নওগাঁর আত্রাই ও রানীনগর এলাকা থেকে আবুল হোসেন (৪৫) ও কাদের খাজা (৪৫) নামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সারা দেশে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আত্রাই ও রানীনগর এলাকায় পরিচালিত অভিযানে এ দুজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে দু‘টি ককটেল ও বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃতরা জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও ‘বাংলা ভাই’র ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে আটককৃত জেএমবি সদস্য আবুল হোসেন ও কাদের খাজা পলাতক ছিলেন বলেও জানান এসপি।