আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নজরদারিতে যেসব চিত্রনায়িকা-মডেল

নজরদারিতে যেসব চিত্রনায়িকা-মডেল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২১ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   বহুল আলোচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ ছাড়াও ঢাকার শোবিজ জগতের আরো ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

তারা হলেন- চিত্রনায়িকা আঁচল, শিরিন শিলা, মডেল অহনা, মৃদুলা, পার্শা, মৌরি, শুভা, মানসি ও কথিত মডেল নায়লা নাঈম। এছাড়া বেশ কয়েকজন চিত্রনায়কও মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

চিত্রনায়কদের মধ্যে অন্যতম জনৈক হাসান। তিনি দীর্ঘদিন ধরে সিনেমা জগতের বাহিরে থাকলে বিলাসহুল জীবনযাপন করছেন। তার অবৈধ আয়ের মূল উৎস পর্নোগ্রাফি।

র‌্যাব জানায়, নজরদারিদের মধ্যে যে কেউ, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন।