আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঘর সাজাচ্ছেন শহিদ-মীরা

ঘর সাজাচ্ছেন শহিদ-মীরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


miraঅনলাইন বিনোদন ডেস্ক: খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হচ্ছেন শহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সন্তানের মুখ দেখবেন তারা। নতুন অতিথিকে স্বাগতম জানানোর জন্য ব্যস্ততার শেষ নেই। এখনই বাড়িঘর সুন্দরভাবে সাজাতে শরু করেছেন শহিদ ও মীরা।

ব্যাচেলর জীবন থেকে মুম্বাইয়ের জুহুতে সম‍ুদ্রঘেষা একটি অ্যাপার্টমেন্টে থাকছেন বলিউডের অভিনেতা শহিদ। গত বছর জুলাইয়ে মীরাকে বিয়ে করে ভালোবাসার নীড়ে পরিবর্তন করেন সেটিকে। এবার নতুন অতিথির জন্য আরও একবার সাজাবেন ঘর।

শোনা যাচ্ছে, অনাগত সন্তানের জন্য একটি বিশেষ ঘর তৈরি করবেন শহিদ। এ বিষয়ে ‘জব উই মেট’খ্যাত এই তারকা বলেন, ‘আমার বাবা পঙ্কজ কাপুর ইতিমধ্যেই এর কাজ শুরু করে দিয়েছেন। কারণ, তিনি আমার থেকে বেশি উচ্ছ্বসিত।’

‘উড়তা পাঞ্জাব’ ছবির প্রচারকাজে ব্যস্ত শহিদ কাপুর। এতে তার সহশিল্পী কারিনা কাপুর খান, আলিয়া ভাট ও দিলজিৎ দশাঞ্জ। ১৭ জুন মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির।