নতুন ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২৩ , ৫:২৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : স্পেনের নারী ফুটবল দল তাদের ফুটবল ইতিহাসে নতুন নজির স্থাপন করেছে। প্রথমবারের মতো পৌঁছে গেছে ফাইনালে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট, ২০২৩) বিকেলে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শেষ মুহূর্তের ঝড়ো তিন গোলের ম্যাচে ২-১ ব্যবধানে সুইডেনকে হারিয়ে ফাইনালে উঠে স্পেনের মেয়েরা। শিরোপা জয়ের লড়াইয়ে তারা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে সেমিফাইনালে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে নাম লিখিয়েছিল।
এবারের আগে মাত্র দুইবার বিশ্বকাপে খেলেছিল স্পেন। ২০১১ সালে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। আর ২০১৫ সালে দ্বিতীয়বার অংশ নিয়ে তাদের যাত্রা থামে শেষ ষোলোতেই। এবার অবশ্য শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে তারা পৌঁছে গেছে একেবারে ফাইনালে। এদিকে আরও একবার সেমিফাইনালেই থামলো সুইডেনের যাত্রা। ১৯৯১ সাল থেকে বিশ্বকাপ খেলা দলটি এ নিয়ে তৃতীয়বারের মতো শেষ চার থেকেই বিদায় নিলো। সবশেষ ২০১৯ সালে তারা তৃতীয় হয়েছিল। এর আগে ২০১১ সালেও তৃতীয় হয়েছিল। আর ১৯৯১ সালে প্রথমবার অংশ নিয়েই সেমিফাইনাল খেলে তৃতীয় হয়েছিল। আর ২০০৩ সালে ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছিল।