আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড নতুন কোচকে ধোনির আগাম বার্তা

নতুন কোচকে ধোনির আগাম বার্তা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


downঅনলাইন স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের কোচ হতে আগ্রহীদের আবেদন করার আর তিনদিন সময় বাকি। খেলোয়াড়দের পছন্দের বিষয়টিও নিশ্চয়ই মাথায় রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো বলেই দিয়েছেন, নতুন কোচকে অবশ্যই খেলোয়াড়দের সংস্কৃতি বুঝতে হবে এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে।

গত ১ জুন নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্ভাব্য যোগ্য নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। আগ্রহীরা আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ইতোমধ্যেই সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিলও বোর্ডের ‍কাছে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন।

বিদেশি কোচ নিয়োগ দেওয়া হলে ভাষাগত দিকটি দলের জন্য সমস্যার কারণ হবে না বলেই মনে করেন ধোনি, ‘আপনি যদি নতুন ক্রিকেটারদের দেখেন তারা ইংরেজি জানে। এটি কোনো বাধা হবে বলে আমি মনে করি না। দলের অন্যান্যরাও উদ্যোগী হচ্ছে। কেউ কোনো কিছু না বুঝলে তা অন্যের কাছ থেকে বুঝে নেয়। আমার মতে, এটা (কোচের হিন্দি জ্ঞান) বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম, কিন্তু এটিই একমাত্র মানদণ্ড নয়।’

ভাষাগত দিকটির চেয়ে আগত নতুন কোচের ব্যক্তিত্বকেই বড় করে দেখছেন ধোনি, ‘হিন্দি ও ইংরেজি ভাষার চেয়ে যিনি আমাদের সংস্কৃতি ও কাজের ক্ষেত্রে ভালো যোগাযোগ স্থাপন করতে পারবেন, সবাইকে ভালোভাবে বুঝতে পারবেন তিনিই আমাদের জন্য ‍ভালো কোচ হবেন। অতীতে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ছিল। কোচরা আমাদের ভালোভাবে বুঝতে পারলে মাঠের খেলায় তা পার্থক্য গড়ে দেয়।’