আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নতুন চাকরি পেলেন হাথুরুসিংহে

নতুন চাকরি পেলেন হাথুরুসিংহে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২০ , ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহে নতুন চাকরি পেয়েছেন। নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। স্থলাভিষিক্ত হয়েছেন মাইকেল জর্ডির।

হাথুরুসিংহে এর আগেও নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কাজ করেছেন। দুই মেয়াদে ২০১১ ও ২০১৪ সালে কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির লিগে অংশ নেওয়া ক্লাবটির। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের কোচ হিসেবে আলোয় আসা হাথুরু কাজ করবেন নিউ সাউথ ওয়েলসের হেড কোচ ফিল জ্যাক, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্তোনিও ক্লার্কের সঙ্গে।

হাথুরুসিংহে নতুন দায়িত্ব নেওয়ার বিষয়টি জানিয়ে একটি বিবৃতিতে বলেছেন, আগেও এই ক্লাবের সঙ্গে কাজ করেছি। কোচিং করানোর জন্য অন্যতম সেরা পরিবেশ তাদের। সেখানে কাজ করার মজা হলো, অনেক প্রতিভাবান ক্রিকেটার ওই ক্লাবের হাত ধরে উঠে আসে। সেখানে প্রতিষ্ঠিত ক্রিকেটার মাইকেল ক্লার্ক, ব্রাড হজ কিংবা শেন ওয়াটসনদের সঙ্গে কাজ করে আমি অনেকে কিছু শিখেছি।’

নিউ সাউথ ওয়েলসের হেড কোচ ফিল জ্যাক বলেন, ‘তিনি একজন আন্তর্জাতিক কোচ। বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা আছে। চান্দিকার মতো অভিজ্ঞ কাউকে পাওয়া আমাদের দলের জন্য তাই ভালো খবর। এখানে আগেও কাজ করায় তার ক্লাবের সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের কোচিং প্যানেলে তিনি দারুণ এক সংযুক্তি।’