আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নতুন নিয়মে আইপিএল

নতুন নিয়মে আইপিএল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশতম আসরে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
আগামী ৯ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলে নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে অন-ফিল্ড সফট সিগন্যাল ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সংশয় থাকলে অন-ফিল্ড আম্পায়ার কোনও সিদ্ধান্ত না-জানিয়ে থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানতে চাইবেন। ইতিমধ্যেই নতুন নিয়মের চিঠি আটটি ফ্র্যাঞ্চাইজিকে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই।
বোর্ডের তরফে বলা হয়েছে, ‘ম্যাচ নির্ধারিত সময়ে শেষ করার জন্য জোর দেওয়া হয়েছে। প্রতিটি ইনিংসের জন্য ৯০ মিনিট ধার্য হয়েছে।’ ফোর্থ আম্পায়ারের হাতে ওভার-রেট নিয়মের ক্ষমতা দেয়া হয়েছে। ব্যাটিং সাইড ইচ্ছাকৃত সময় নষ্ট করছে কি না, তা দেখেই সিদ্ধান্ত নেবেন চতুর্থ আম্পায়ার। বোর্ডের তরফে চিঠিতে জানানো হয়, ‘ব্যাটসম্যান আউট নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে সিদ্ধান্ত নেবে থার্ড আম্পায়ার। ক্যাচ-আউট হয়েছে কি না, বাম্প বল ছিল কি না, অথবা ব্যাটসম্যান ইচ্ছাকৃত ফিল্ডারকে বাধা দিয়েছে কি না এসব ক্ষেত্রে থার্ড আম্পায়ার টেকনোলোজির ব্যবহার করে সিদ্ধান্ত জানাবে।’ পাশাপাশি শর্ট-রান নিয়মেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও থার্ড আম্পায়ারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। অন-ফিল্ড আম্পায়ার শর্ট-রানের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নিলে, রিভিউ দেখে তা বদলাতে পারবেন থার্ড আম্পায়ার।
৯ই এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরোধিতা করবে মোস্তাফিজুর রহমানের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১১ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স