আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নতুন সিনেমায় সাইমন, সঙ্গে বুবলী

নতুন সিনেমায় সাইমন, সঙ্গে বুবলী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২২ , ৩:০৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। সিনেমাটির নাম ‘চাদর’। বিএফডিসি প্রযোজিত এ সিনেমাতে সাইমনের নায়িকা শবনম বুবলী। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু।

প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা। চলতি বছরে নতুন করে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অনুদান দিয়েছে সরকার। তারই একটি ‘চাদর’, যার বাজেট ৭০ লাখ টাকা। গেল ১ সেপ্টেম্বর এফডিসির কার্যালয়ে সাইমন-বুবলীর চুক্তি সম্পন্ন হয়। ছবিতে তারা দুজন ছাড়া আরও থাকবেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু প্রমুখ।

সাইমন সাদিক বলেন, জাকির হোসেন রাজু স্যার আমার ওস্তাদ, এটা সবাই জানেন। উনার সিনেমা দিয়েই চলচ্চিত্রে আমার ক্যারিয়ার শুরু হয়। ‘পোড়ামন’ সিনেমাটির কারণে আমি আজও দর্শকের ভালোবাসায় সিক্ত হই। এরপর আবারও উনার সঙ্গে কাজের সুযোগ পেলাম, এটা আমার জন্য অনেক বড় পাওয়া তাও আবার এফডিসির প্রযোজনায়। নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজটা করার চেষ্টা করবো।

এ সিনেমার মধ্য দিয়ে শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন সাইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, বুবলী এ সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন। তার সঙ্গে কোনো ছবিতে একক নায়ক হিসেবে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি, পর্দায় আমাদের কেমিস্ট্রি ভালো লাগবে দর্শকের। নির্মাতা জানান, আগামী ১০-১২ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে।