আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নতুন সিনেমায় সিয়াম, পারিশ্রমিক ১ হাজার এক টাকা

নতুন সিনেমায় সিয়াম, পারিশ্রমিক ১ হাজার এক টাকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : এই মুহুর্তে ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ত নায়ক সিয়াম আহমেদ। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। এক সিনেমার শুটিং শেষ না হতেই চুক্তিবদ্ধ হচ্ছেন আরেক নতুন সিনেমায়। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে নতুন এক সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়ক।

সিনেমার নাম ‘রাস্তা’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাতে সিয়ামের নায়িকা হিসেবে দেখা যাবে এক নতুন মুখকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সিনেমায় অভিনয়ের জন্য সিয়াম সম্মানী নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। ছবিটি নির্মাণ করবেন উদীয়মান পরিচালক রায়হান রাফি। চিত্রনায়ক সিয়াম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সবকিছু হুট করেই হয়ে গিয়েছে। অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছিলো ছবিটিকে নিয়ে কিন্তু বসা হচ্ছিলো না। কারণ, আমি এক সিনেমা শেষ করে আরেক সিনেমার শুটিংয়ে চলে যেতে হয়। গতকাল বসার পর সবকিছুর প্ল্যান শুনে রাজি হয়ে যাই। গতকালই সবকিছু চূড়ান্ত হয়।’

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সময়োপযোগী একটি গল্প নিয়ে তৈরি হবে। আরও সহজভাবে বললে, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি বড় ইস্যুকে কেন্দ্র করে নির্মিত হবে। এই সিনেমাটি হবে সাধারণ মানুষের সিনেমা, গণ মানুষের সিনেমা। যেই প্লটটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই কাজটা যেন ঠিকঠাকভাবে করতে পারি, এটাই চাওয়া।

আমি আমার প্রতিটা সিনেমার ক্ষেত্রেই চেষ্টা করেছি গল্প এবং চরিত্রে নতুনত্ব রাখতে। সেই জায়গা থেকে এই সিনেমাটাও একদমই আলাদা। আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি, বাকিটা সময়ই বলে দেবে।’ সিনেমাটির জন্য সিয়াম পারিশ্রমিক নিচ্ছেন এক হাজার এক টাকা, এর কারণ ব্যাখ্যা করে ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়ক বলেন, ‘এই সিনেমাটির জন্য আমি আসলে কোনো সম্মানী-ই নিতে চাইনি। যেহেতু সম্মানী না নিলে সেটা চুক্তি হবে না, তাই এই অংকটা সম্মানী হিসেবে নিচ্ছি।

আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা জাজের সঙ্গে, এরপর আরও একটা সিনেমা করি। আব্দুল আজিজ ভাই, রায়হান রাফি- এই মানুষগুলো আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে। আমার সেই টিম যখন আমার কাছে কিছু চায়, আমার যদি সে সামর্থ্য থাকে তাহলে সম্মানের জায়গা থেকে, ভালোবাসা থেকে আমি অবশ্যই সেটি পূরণ করার চেষ্টা করবো। তাদের জন্য কিছু করতে চাওয়া এবং সম্মান-ভালোবাসার জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া।

সেই একই টিম নিয়ে অনেকদিন ধরেই নতুন কিছু করার পরিকল্পনা হচ্ছিলো। একটা সুন্দর গল্প এবং সবকিছু মিলিয়ে দারুন কিছু খুঁজছিলাম। কারণ, একই টিমের আগের দুটি সিনেমা দর্শক যেভাবে গ্রহণ করেছে, আমরা চেয়েছি এবার যেন তার চেয়েও বেটার কিছু করতে পারি। সেই জায়গা থেকে আমার সেই টিম যখন এই গল্প নিয়ে আমার সঙ্গে বসে তখনই কাজটি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিই এবং কোনো সম্মানী ছাড়া করতে চাই আমি। চুক্তির বিষয়টি থাকে বলে এটা নিতে হচ্ছে এবং সেটা এই সিনেমাতে অন্তর্ভুক্তও থাকবে।’

এখন সিয়াম ব্যস্ত রয়েছেন ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে। ছবিটির কাজ এরইমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানান তিনি। এরমধ্যে শুটিং-ডাবিং শেষ করেছেন আরেক সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র।