আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নতুন স্বপ্ন বুনছেন করোনাজয়ী সাড়ে ১১ লাখ মানুষ

নতুন স্বপ্ন বুনছেন করোনাজয়ী সাড়ে ১১ লাখ মানুষ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২০ , ৬:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে। তবে ইতিবাচক সংবাদ হচ্ছে– বিশ্বের সাড়ে ১১ লাখেরও বেশি মানুষ করোনা জয় করেছেন, তারা এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন। কোভিড ১৯-এ প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৫ লাখ ৬৫ হাজার ১১০ মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৪১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৫৩ হাজার ৯২২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৪৮ হাজার ৩২০ জন মারা গেছেন। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সেরে উঠেছে এক লাখ ৭৮ হাজার ২৬৩ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৪৮ হাজার ৫৫৮ জন, ইতালিতে ৮১ হাজার ৬৫৪, ইরানে ৭৮ হাজার ৪২২, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৭৬৬ এবং ফ্রান্সে ৫০ হাজার ৭৮৪ জন। এ ছাড়া তুরস্কে ৬৩ হাজার ১৫১ জন, কানাডায় ২৪ হাজার ৯০৮, সুইজারল্যান্ডে ২৪ হাজার ৫০০, অস্ট্রিয়ায় ১৩ হাজার ২২৮, বেলজিয়ামে ১২ হাজার ৩০৯, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ১৮৩, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৮১৭ এবং মালয়েশিয়ায় চার হাজার ৪১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের ১৭ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।