নববধূ সোনাক্ষী বললেন, এটি সর্বকালের সেরা বিয়ের উপহার
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২৪ , ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক ; দীর্ঘ দিন ডুবে ডুবে জল খেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। দীর্ঘ সাত বছর প্রেম করার পর গত ২৩ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল। বিয়ের পর কড়া সমালোচনার মুখে পড়েন সোনাক্ষী-জহির। তবে কোনো কিছুকেই পাত্তা না দিয়ে দারুণ সময় পার করছেন এই নবদম্পতি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন সোনাক্ষী। যার কারণে বিয়ের সবকিছু প্রকাশ্যে আসেনি। সময়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের অনেক কিছুই প্রকাশ করছেন এই অভিনেত্রী।
সোনাক্ষী-জহিরের বিয়েতে স্বজন-বন্ধুদের অনেকে অনেক কিছু পুরস্কার দিয়েছেন। কিন্তু তার এক বন্ধুর দেওয়া পুরস্কারকে বিয়ের ‘সেরা উপহার’ বলে মন্তব্য করেছেন। সোনাক্ষীর বন্ধু উপহারের সঙ্গে একটি চিরকুট দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরি বন্ধুর দেওয়া চিরকুটটি শেয়ার করেছেন এই অভিনেত্রী। চিরকুটে উল্লেখ রয়েছে উপহারের বিষয়টি। তাতে দেখা হয়েছে— ‘প্রিয়, জা অ্যান্ড সোনা, ‘আপনাদের বিয়েতে আমরা বিশেষভাবে সক্ষম একজন শিশুর শিক্ষার জন্য এক বছরের অর্থ দান করেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আলাদাভাবে আপনাকে দেওয়া হবে। কারণ, এখানে খুব বেশি জায়গা নেই।’ চিরকুটটি পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘প্রত্যেকের এরকম বন্ধু থাকা প্রয়োজন। সর্বকালের সেরা বিয়ের উপহার।’