আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা

নবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২১ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :  নিহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় নিহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুলের হকের বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মামলাটি করেন। মামলার ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।  নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড়া খুনের ঘটনায় মামলা করা হয়েছে। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার।