আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নরসিংদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে তিন সন্তানের জননী রিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের হাজিবাগান গ্রামে ঘটনাটি ঘটে।
পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী। এমনকি ঘটনার পর থেকে নিহতের স্বামী বাবুল পলাতক রয়েছে।
নিহতের স্বামী উপজেলার যোশর ইউনিয়নের হাজীবাগান এলাকার বাপ্পারটেক মীর বাড়ির হজরত আলী মীরের ছেলে। বুধবার রাত ৮টায় ঘটনাটি ঘটার পরপরই পিবিআই, সিআইডি ও শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানায় শিবপুর মডেল থানা পুলিশ।