আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৩ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নরসিংদী (শিবপুর) প্রতিনিধি : নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মাইক্রোবাসটির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই আবুল খায়ের।