নরসিংদী জেলা হাসপাতালের মালি করোনা আক্রান্ত, গ্রাম লকডাউন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২০ , ৪:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর একশ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এক মালী করোনা আক্রান্ত হয়েছেন। তার বাড়ি রায়পুরা উপজেলার ডৌকার চর গ্রামে। বুধবার (৮ এপ্রিল) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, এ ঘটনায় ডৌকার চর গ্রাম লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর দুদিন আগে তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে বুধবার দুপুরে তার করোনা পজিটিভ বলে জানানো হয়। ওই মালি প্রতিদিন নিজ বাড়ি থেকে হাসপাতালে এসে দায়িত্ব পালন করেন। এখন তাকে আইসোলেশনে পাঠানো হবে। আর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে রেখে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। এ নিয়ে নরসিংদী জেলায় চার জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন– সদরে একজন (বর্তমানে সুস্থ), পলাশে একজন এবং রায়পুরায় দুই জন।