নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি আটক
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২০ , ৪:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার উত্তরাঞ্চলে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি ও ৬৭ জন পাকিস্তানি অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার নর্থ মেসিডোনিয়া পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
পুলিশ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রিস সীমান্তের গাভগেলিজা শহরের কাছে সোমবার মধ্যরাতে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি ট্রাকে এই অভিবাসীদের পাওয়া গেছে। এদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি ও ৬৭ জন পাকিস্তানি রয়েছেন। এই ঘটনায় ২৭ বছর বয়সী ওই ট্রাকের চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এই অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের গ্রিসে পাঠানোর পরিকল্পনা চলছে।
এর আগে ২২ জুন নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই করোনার কারণে গ্রিসের সঙ্গে উত্তর মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মানবপাচারকারী চক্রগুলো ওই এলাকায় এখনও সক্রিয় রয়েছে। এসব চক্র অভিবাসীদের অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে এরপর উত্তরের দিক থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে সহায়তা করে আসছে।