আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি নাইটক্লাবে হামলা কাপুরুষোচিত : জামায়াত

নাইটক্লাবে হামলা কাপুরুষোচিত : জামায়াত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


20845_Jamaat-logoকাগজ অনলাইন প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় ‘নৃশংস’ বলে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ জুন) কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম. আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন লোক নিহত ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনা অন্যায় ও অমানবিক।’

‘ফ্লোরিডার এ নৃশংস ঘটনায় আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, মার্কিন জনগণ ও নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি ও আহতদের আরোগ্য কামনা করছি।’

জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরও বলেন, ‘মানবতার দৃষ্টিকোণ থেকে এ ধরনের কাপুরুষোচিত হামলা অগ্রহণযোগ্য। আমরা আশা করি, মার্কিন সরকার ও জনগণ শীঘ্রই এ বিরাট ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’