আজকের দিন তারিখ ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন রবিউল আলম

নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন রবিউল আলম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২১ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় যাঁরা নিজেদের লব্ধ জ্ঞান দিয়ে নিরলস অবদান রেখে চলেছেন, তাদেরকে সম্মানিত করতেই বাংলা একাডেমি প্রতিবছর দেয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সোমবার (২৫ জানুয়ারি) একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ্ সিরাজী- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করেছেন।
১০ সাহিত্যসেবী পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০

সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পাচ্ছেন যে ১০ জন:

কবিতা:                            মুহাম্মদ সামাদ
কথাসাহিত্য:                    ইমতিয়ার শামীম
প্রবন্ধ/গবেষণা:               বেগম আকতার কামাল
অনুবাদ:                           সুরেশরঞ্জন বসাক
নাটক:                              রবিউল আলম
শিশুসাহিত্য:                     আনজীর লিটন
মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: সাহিদা বেগম
বিজ্ঞান/কল্পবিজ্ঞান:         অপরেশ বন্দ্যোপাধ্যায়
আত্মজীবনী/স্মৃতিকথা
/ভ্রমণকাহিনী:                 ফেরদৌসী মজুমদার
ফোকলোর:                      মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত তিন শতাধিক লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।