আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যা, ভাড়াটিয়া মনোয়ারা রিমান্ডে

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যা, ভাড়াটিয়া মনোয়ারা রিমান্ডে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


2016নাটোর: নাটোরের বনপাড়ায় খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনিল গোমেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাড়ির অপর ভাড়াটিয়া মনোয়ারা বেগম মনিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল-আমিনের আদালতে হাজির করা হয়। শুনানির শেষে ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

নাটোরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সুনিল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, সুনিল গোমেজ হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন সূত্র থেকে তাকে সন্দেহ করা হয়।

পরে মোবাইল ফোন ট্যাকিং করে ঢাকার বাড্ডা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে মনোয়ারা বেগম মনিকে গ্রেপ্তার করে নাটোরে আনা হয়।

রোববার বেলা ৩টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল-আমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক সোমবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ, হত্যাকাণ্ডের পর থেকে নিহত সুনিল গোমেজের বাড়ির দুই ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।