আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাটোরে ট্রাক চাপায় নারীর মৃত্যু

নাটোরে ট্রাক চাপায় নারীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Natoreনাটোর: নাটোরে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকার মানুষ কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে এবং দোকানপাট ভাঙচুরের চেষ্টা চালায়।

রোববার (০৫ জুন) রাতে নাটোর জজকোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান অটোচালকের বরাত দিয়ে জানান, ওই নারী রাত পৌনে ৯টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশায় উঠেন। দিঘাপতিয়ার যাওয়ার সময় জজকোর্টের সামনে পৌঁছলে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক পেছন দিক থেকে অটোকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।