আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাটোরে পিস্তল, গুলি ও ককটেলসহ যুবক আটক

নাটোরে পিস্তল, গুলি ও ককটেলসহ যুবক আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest1নাটোর: নাটোরে পিস্তল, গুলি, ককটেল ও ম্যাগজিনসহ রাজু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে শহরের কানাইখালি এলাকার নজরুল হার্ডওয়্যারের সামনে থেকে তাকে আটক করা হয়। রাজু কানাইখালী মহল্লার আফজাল হোসেনের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রাজু মাথায় হেলমেট ও একটি ব্যাগ নিয়ে কানাইখালির নজরুল হার্ডওয়্যারের পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় পুলিশের টহল টিম তাকে অতিক্রম করে যাওয়ার সময় গতিবিধি সন্দেহ হয়।

পরে দেহ ও ব্যাগ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।