আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাটোরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

নাটোরে ৩ মাদকসেবীর কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৯:৪৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


18কাগজ অনলাইন প্রতিবেদক: গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে নাটোরে তিন যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুন) বিকেলে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের উত্তরচৌকির পাড় এলাকার দানেশ উদ্দিনের ছেলে সুইট (২৭), গুনারী গ্রামের আলম আলীর ছেলে আলামিন (২৩) ও সদর উপজেলার বড়হরিশপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আসলাম শেখ (৩২)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিভাবকদের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার মাদ্রাসা মোড় ও উত্তর চৌকিরপাড় এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে বিচারক ছয় মাস করে কারাদণ্ড দেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।