আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সাংসদ আবুল কালাম

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সাংসদ আবুল কালাম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৩ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নাটোর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে তৃনমুল আওয়ামীলীগের দাবির প্রেক্ষিতে সাবেক সাংসদ আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চালন বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়রামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম সহ নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃনমুল নের্তৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রথম দাবি অসাংগঠনিক, বিএনপি পরিবারের সন্তানের মনোনয়ন বাতিল করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ থেকে আওয়ামীলীগের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো নৌকার বিরুদ্ধে অবস্থান নেই নি। তৃনমুল নেতাকর্মীরা আপনাদের দাবির প্রেক্ষিতে লালপুর-বাগাতিপাড়া উপজেলার আওয়ামীলীগকে টিকিয়ে রাখতে, এ এলাকার তৃনমূল নেতাকর্মীদের চাওয়া-পাওয়া পূরণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত নিলাম। সবাই আমাকে সহযোগিতা করে পাশে থাকবেন।