আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নামে যোগী, আসলে ভোগী: মমতা

নামে যোগী, আসলে ভোগী: মমতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২২ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


‘নামেই সাধু’ উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী, আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’ বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারাণসিতে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি যোগী আদিত্যনাথকে এভাবেই কটাক্ষ করেন। খবর আনন্দবাজার অনলাইনের। মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে।’ এ সময় তিনি মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বল ছুঁড়ে দেন। উত্তর প্রদেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন।’

বারাণসীতেও ‘খেলা হবে’ স্লোগান দিলেন মমতা। পুরসভা ভোটে বাংলায় তার দলের ভাল ফলের কথা ঘোষণা করে বলেন, ‘খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন।’ তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ গঙ্গায় মৃতদেহ ভাসিয়েছিল। বাংলার সরকার তাদের উদ্ধার করে অন্তিমসংস্কার করেছে।’ মমতা বলেন, ‘কালো পতাকা দেখিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।’

তিনি বলেন, ‘আমার গাড়িতে ওরা ধাক্কা দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ, আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে।’

নির্বাচনের প্রচারণায় উত্তরপ্রদেশে একই মঞ্চে মমতা ও অখিলেশ। মমতা বলেন, ‘আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। আমার অনুরোধ- যদি গঠবন্ধনকে যদি জেতাতে চাও তাহলে আমাকে আবার একবার ধাক্কা দাও।’