আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ভাই-বোনের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Narayangaনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে কাভার্ড ভ্যানের চাপায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ৭টায় ইউনিয়নের দরিকান্দী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া (১৩) ও তার ভাই সানি হোসেন (১০) সনমান্দি ইউনিয়নের ভিত্তিকান্দি এলাকার হেনা বেগমের (৩৯) সন্তান।

এদিকে একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মা হেনা বেগম। তাকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী তেতুলবোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইসময় রাস্তা পারাপার হচ্ছিলো তানিয়া, সানি ও তাদের মা হেনা। এ সময় ভ্যানের চাপায় ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়।