আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নারীর অন্তর্বাস নিয়ে অমিতাভের টুইট, নেটদুনিয়ায় নিন্দার ঝড়

নারীর অন্তর্বাস নিয়ে অমিতাভের টুইট, নেটদুনিয়ায় নিন্দার ঝড়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৩ , ৫:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনয়ে এখনো সরব ৮০ বছর বয়সী এই শিল্পী। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত তিনি। কাজের বাইরে ব্যক্তিগত ও সমকালীন বিষয় নিয়েও নিজের ভাবনা প্রকাশ করতে এ মাধ্যমকে ব্যবহার করে থাকেন। ২০১০ সালের ১২ জুন একটি টুইট করেন অমিতাভ বচ্চন। টুইটে বরেণ্য এই অভিনেতা লিখেন— ‘‘ইংরেজি ভাষায় ‘ব্রা’ কেন একবচন, প্যান্টিস কেন বহুবচন।’’ ১৩ বছর পর পুরোনো সেই টুইট এখন নেটদুনিয়ায় ভাইরাল। অমিতাভের এমন টুইট নিয়ে নিন্দার ঝড় বইছে নেটদুনিয়ায়।মূলত, নেটিজেনদের একজন পুরোনো টুইটটি রি-শেয়ার করেন। তারপরই শুরু হয় আলোচনা। অনিরুদ্ধ নামে একজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘ও শিট! এটা কি সত্যি?’

আরেকজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি।’ অন্যজন লিখেছেন, ‘কেন জয়াজি আপনাকে বলেননি?’ নেটিজেনদের কেউ কেউ দাবি তুলেছেন— ‘এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে ৬টি সিনেমার কাজ রয়েছে। সিনেমাগুলো হলো— প্রজেক্ট কে, বাটারফ্লাই, খাকি টু প্রভৃতি