আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নারী এশিয়া কাপ : বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ বাদ

নারী এশিয়া কাপ : বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ বাদ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২২ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট পাবে বাংলাদেশ। টাইগ্রেসদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচের টস হওয়ার কথা ছিল। আর ম্যাচ শুরুর কথা ছিল ৯টায়। তবে ভারি বর্ষণের কারণে এখনো টসই করা হয়নি। ম্যাচ শুরুর অপেক্ষায় দু’দল। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে বাংলাদেশের। কেননা এখনও টাইগ্রেসরা থাইল্যান্ডের থেকে দুই পয়েন্ট পিছিয়ে। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ড। এক ম্যাচ কম খেলে পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট ৪। এই ম্যাচে জয় পেলে নিগার সুলতানা জ্যোতিদের পয়েন্ট হবে থাইল্যান্ডের সমান (৬)। বাংলাদেশ আরব আমিরাতকে হারাতে পারলে নেট রানরেটে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নেবে।