নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) মঙ্গলবার (৭ জুন) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদফতরের আওতায় বহুল আলোচিত ‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগের লিখিত পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণির এ পদের জন্য প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৬৩ জন।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণদের বিপিএসসি ফরম-৩ ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৯ থেকে ২০ জুনের মধ্যে আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে হাতে হাতে জমা দিতে হবে। এ ছাড়া ডাকযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পরিচালক, ইউনিট-৭ বরাবর জমা দেওয়া যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ২৮ মার্চ তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা বিবেচনা করে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলনে নামে নার্সরা।